প্রতিষ্ঠান প্রধানের বাণী

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার অন্তর্গত ৮ নং বুল্লা ইউনিয়ন প্রত্যন্ত ও অবহেলিত  ভাটি এলাকায় অবস্থিত এবং শিক্ষা দীক্ষায় এলাকা ছিল খুবই অনগ্রসর । কিন্তু স্বপ্নচারী মানুষের জন্য বিষয়টি ছিল পীড়াদায়ক । তাই শিক্ষার আলো বিতরণের উদ্দেশ্যে মরহুম মাওলানা আছাদ আলী স্যারের নেতৃত্ব ১৫/০৩/১৯৯৩ ইংরেজি তারিখে বিদ্যালয়টি গড়ে ওঠে । তিনি চলার পথ দেখিয়েছেন । পথ চলার দায়িত্ব কাঁধে নিয়ে আমরা এগিয়ে যাব আশা করি ।