
মাওলানা আছাদ আলী স্যার
মাওলানা আছাদ আলী স্যার ততকালীন সিলেট জেলার হবিগঞ্জের বানেশ্বর গ্রামে জন্ম গ্রহন করেন।ব্রিটিশ শাসন আমলে প্রথমেকলকাতার প্রেসিডেন্সি কলেজ ও পরবর্তীতে ১৯৪৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম,এ ডিগ্রি লাভ করেন ।শিক্ষা জীবন শেষে তিনি শিক্ষকতা পেশায় প্রবেশ করেন।নিজ এলাকায় কিছু শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণে ভূমিকা পালন করেন।যার মধ্যে বানেশ্বর উচ্চ বিদ্যালয় একটি।