![](https://baneswarhighschool.edu.bd/wp-content/uploads/2023/08/Mizanur-Rahman.jpg)
মরহুম মাওলানা আছাদ আলী ( প্রাক্তন এম.সি. এ ) সাহেব আমার চাচা । তিনি পুরো মাধবপুরে শিক্ষার আলো ছড়িয়েছেন এবং শেষ জীবনে অত্র ইউনিয়নে শিক্ষার আলো ছড়ানোর নিমিত্তে কঠোর পরিশ্রম করে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন । আমি তাঁহার উত্তরসূড়ি হিসাবে¡ ২০/০৮/২০১৪ ইং তারিখ হতে দায়িত্ব নিয়েছি । দিন দিন প্রতিষ্ঠানের সুনাম এগিয়ে যাচ্ছে । মহান আল্লাহ -তাল্লা সকলের আশা পূরণ করে এটি আদর্শ বিদ্যালয় হিসাবে গড়ে উঠবে এটাই আমার কামনা ।